June 17, 2023
About Me
About Me
Satyaki De's
পৃথিবীর প্রাণীরা : |
এর আগে আমার প্রতিবেদন ছিল পাখি নিয়ে ! এইবারে, আমি বাকি প্রাণীদের নিয়ে আমার সেরা পনেরোর তালিকা প্রকাশ করবো !
এদের মধ্যে কিছু গৃহপালিত ও কিছু জঙ্গলের প্রাণী থাকবে ! তাহলে, আর দেরি কেন ? শুরু করা যাক ! |
পনেরো : |
যদিও একে দেখে অনেকেই কুমিরের জাতভাইও ভাবতে পারেন, আসলে এটা হলো জলহস্তি ! “হলিউড”-এর বহু চলচিত্রে যদিও এদেরকে খুবি বন্ধুত্বপূর্ণ প্রাণী হিসাবে দেখালেও আদতে তা কিন্তু ঠিক নয় ! এরা অনেক সময়ে যথেষ্ট আগ্রাসী ভূমিকায় নামতে পারে !
যদিও এখানে তারা শীতের শেষে দিনের বেলায় একটু রোদ পোয়াতে ব্যাস্ত ! |
চোদ্দ : |
শার্লট শহরের থেকে একটু দূরে একটি ব্যাক্তিগত ফার্ম ঘুরতে গিয়ে একদল ষাঁড় শীতের সকালে রোদ পোয়ানোয়ে ব্যাস্ত ! |
তেরো : |
যখন আপনার পছন্দের কোনো কুকুর আপনার চারপাশে ঘুরে বেড়াবে যাতে আপনি আরেকটু সময় ওকে দেন, এবং আপনার বলার সঙ্গে-সঙ্গে ছবি দেওয়ার জন্য চুপটি করে বসে আপনাকে সহযোগিতা করবে, তখন আপনি কি তাকে উপেক্ষা করে আর থাকতে পারবেন ? 😃 |
বারো : |
এই বিড়ালের সেই সবুজ চোখ আমায় অবাক করে দিয়েছিলো ! কি রাজকীয় ঢঙে সে বসে আছে ঠিক যেন “মহারানী ভিক্টোরিয়া” ! |
এগারো : |
এর পরের ছবিটা আমার খুব পছন্দের ! ঠিক যেন “শোলে” চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের লুকিয়ে দূর থেকে গব্বরের প্রতীক্ষায় নজর রাখা ! 😃 |
দশ : |
আগেই বলেছি যে কাঠ-বিড়ালিদের আচরণ খুবই প্রাণবন্ত ! গাছের ডাল থেকে নিজের পছন্দ মতো ছোট-ছোট ফল জোগাড় করে বাসায় নিয়ে যাওয়ার মধ্যে এর দায়িত্ববোধও লুকিয়ে আছে ! |
নয় : |
“সবুজ দ্বীপের রাজা” চলচ্চিত্রটি মনে আছে? গভীর জঙ্গলে লুকিয়ে থাকা বিপ্লবী ঠিক যেভাবে সেপাইকে ঠকিয়ে অভিযানে নেমেছিল, সেইভাবেই এই কাঠবিড়ালিও যেন তার অভিযানকে শুরু করতে চলেছে ! |
আট : |
ইয়েলোস্টোনে অনেক রাজকীয় প্রাণী দেখা যায় ! তার মধ্যে দুলকিচালে রাজকীয় বাইসন এইরকম হেঠে চলার মধ্যে দিয়ে ওইস্থানের মাহাত্ম ও গুরুত্ব আরও বেড়ে ওঠে ! |
সাত : |
এই নীল তিমিগুলো নিজের তালে জলের মধ্যে খেলা করে চলেছিল ! বলা ভালো – কারোর কোনো তোয়াক্কা না করেই ! সত্যি কথা বলতে গেলে, এরা ভীষণই বুদ্ধি ধরে ! |
ছয় : |
এই নেকড়েগুলি অত্তান্ত ধূর্ত ও বেশ ভালো শিকারী ! খুব কাকতালীয় ভাবে এর সাক্ষাৎ আমার সাথে হয় ! |
পাঁচ : |
শীতের শেষে সকালের মধুর সূর্য ও তার রোদ পোয়াতে একদল হরিণ লামার ভ্যালিতে যেভাবে বসে সময় কাটাচ্ছিল, দেখে মনে হবে এদের সময় এদের নিজেদের মর্জিতে চলে ! |
চার : |
আরেক পারিবারিক প্রাণী হলো পেঙ্গুইন ! এদের, হাবভাব, আচার-আচরণ অনেকটাই মানুষের গুনকে তুলে ধরে ! |
তিন : |
এই হরিণগুলোর বিশেষত্ব হলো এদের অত্যন্ত সুন্দর “সিং” ! শুধু তাই নয়, এরা আকারেও যথেষ্ট বড়ো ! |
দুই : |
যদি কেও মানুষের প্রায় সব কিছু নকল করতে পারে, তার মধ্যে শিম্পাঞ্জি কিন্তু এক নম্বরেই থাকবে ! তার ও তার বাচ্চার খেলাধুলো অনেকটাই মা ও তার ছেলে-মেয়ের মতোই আকর্ষনিও ! |
এক : |
আমার সব থেকে প্রিয় হলো এই কাঠবিড়ালির ছবিটা ! এক চিরাচরিত মাতৃত্বর পরিচয় যেন ফুটে ওঠে ! এই কাঠবিড়ালি মা-টি, তার তুই সন্তানকে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যাচ্ছিলো – তার পুরোনো আস্তানাটি আগুন লেগে পুড়ে যায় বলে ! অবাক হয়ে গেলাম পুরো ঘটনাটা দেখে ! এই অত্যন্ত চঞ্চল দুটি খুদে ছানাকে নিয়ে যাওয়ার সময়ে মাঝে-মাঝে ক্লান্ত হয়ে গেলেও সে কিন্তু তার বাচ্চার প্রতি খেয়ালের বিন্দুমাত্র গাফিলতি দেখায়নি ! মাঝে-মাঝে কয়েক মুহূর্তের জন্য একটু শুয়ে পরেই আবার উঠে বাচ্চাদেরকে নিয়ে বুঝিয়ে এগিয়ে চলতে থাকলো ! সবসময় তার এই খেয়াল ছিল যে বাইরের কেও তার বাচ্চাদেরকে আঘাত না করতে পারে ! এবং, শেষ পর্যন্ত তারা নতুন আস্তানায় চলে যায় ! একে কি বলবেন? মানুষের থেকে কোনো অংশে কম কি? 😍 আপনারাই বলুন ?
আশা করবো আমার এই তালিকা আপনাদের ভালো লাগলো ! জানাবেন নিশ্চই ! |
Subscribe বোতাম এ ক্লিক করুন আপনার ইমেইল দিয়ে, ও আরো অনেক ছবির সাথে সংগ্রহের ডালি উপভোগ করুন ! |
Content is protected. Right-click function is disabled.