বিশ্বকর্মা ও ঘুড়ি
বিশ্বকর্মা পুজো ও ঘুড়ি ওড়ানো হলো কলকাতার বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ! বলা যেতে পারে একি টাকার এপিঠ আর ওপিঠ ! যুগের সঙ্গে তার প্রভাব ও প্রতি-পত্তি পাল্টেছে ! আশির দশকের ছেলে হওয়ার সুবিধে হলো, তার অনেক সময়ে পুরোনো স্বাদটা আমরা নিতে পেরেছি আর্থ-স্বামাজিক ও রাজনৈতিক গতির জন্য ! সেইরকম, এক মজার অভিজ্ঞতা আজ পরিবেশন করলাম !