
আজ সকাল থেকেই পাড়ায় দেখছি অনেক ভিড় ! অনেকেই, দেখছি অচেনা ! আজ, শুনলাম ওদের ই কি যেন একটা বিশেষ দিন ! সবাই বেশ সেজে গুজে ঘুরতে বেরিয়েছে ! সুন্দর একটা গোলাপ এর মালা দেখিয়ে এক হরিণ বলে উঠলো, এবারের নববর্ষে এটা নিলাম ! কেমন হয়েছে বলতো? বিড়াল বললো – “তা বাপু, নববর্ষে এতো খরচের কোনো মানেই হয়না ! সামনে আরো কত মোচ্ছব আছে !”
হঠাৎ ই, ছোট্ট জিরাফ আনন্দে চিৎকার করে বলে উঠলো – “মা, দেখেছো – কি সুন্দর কয়েকটা মানুষ তাদের ঘরের খাঁচা থেকে উঁকিঝুঁকি মারছে ! চলো না, একটু দেখে আসি ! “
মা জিরাফ বলে উঠলো, না ওখানে নয় – “ওদের ওখানে কোনো খাবারের ষ্টল নেই ! দূর থেকেই দেখো ! আজ এই পুজো পাব্বনের দিনে কাছ থেকে দেখার কোনো দরকার নেই ! তাছাড়া, পাড়ায় তো রোজ ই দেখো ! এরা, শুধু রং-বেরং এর পোশাক পরে আছে ! “
ছোট জিরাফ, অগত্যা হাথে ছোট লতাপাতার ক্যান্ডি টা মুখে পরে এগোতে থাকলো ! আজ ওদের নববর্ষ বলে কথা ! সে শুনেছে, বহু বছর তারা নাকি বন্দি থেকে এখন স্বাধীনতা পেয়েছে ! এখন আগের মতো খাঁচায় বন্দি থাকে, তবে তারা হলো মানুষ !
মনে-মনে সে আজ মানুষকেই ধন্যবাদ দিয়ে বললো ভাগ্গিস, মানুষরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছিল ! নাহলে তো, আমাদের এতো সুন্দর নববর্ষ পালন করার সুযোগ আসতো না !
তাই, আজ অকপটে সমস্ত মানুষদের কেই বলে উঠলো – “শুভ নববর্ষ ! আর, যতই আপনারা এই সময়ে ঘরের বাইরে বেরোবেন, ততই আমরা বাইরে বেরোতে পারবো ! এমনকি, এই জায়গা গুলো নাকি, পাকাপাকি আমাদের ই হয়ে যেতে পারে ! “
আশা করি, আপনারা সবাই সুস্থ শরীর এ ঘরবন্দি হয়ে আজকের নববর্ষ ভালো ভাবে পালন করছেন ! আর, আগামী বছর যদি এরকম না করতে চান – তো দয়া করে নিজেকে ঘরে আটকে রাখুন ! এটা আপনার নিজের জন্য, পরিবারের জন্য ও সব শেষে দেশের জন্য ! বাকিটা আপনার হাথে !
ইতি – সাত্যকি দে
বিশেষ ঘোষণা : |
আমার কেমন লাগলো তা এখানে একটা ছোট্ট-কমেন্টস দিয়ে জানালে খুব ভালো লাগবে !আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ! @কপিরাইট – সাত্যকি দে |
Subscribe বোতাম এ ক্লিক করুন আপনার ইমেইল দিয়ে, ও আরো অনেক ছবির সাথে ঘুরতে যাওয়ার গল্প পড়ুন ! |