সাতরঙা সূর্যাস্ত :
আমরা মানুষেরা যদিও অল্পেতেই কোনো কিছু থেকে তার আকর্ষণ হারিয়ে ফেলি কিছুদিন কাটানোর পর, কিন্তু, জীবনের প্রায় প্রতিদিন দেখা সত্ত্বেও সূর্যাস্তের কিছু না কিছু তারতম্যের জন্য এক ঘেয়েমি আমাদের চোখে লাগে না ! প্রতিদিনই কিছু না কিছু নতুনের স্বাদ আমরা পাই ! তাই, এবারে আমি আমার তোলা পছন্দের পনেরোটি সূর্যাস্তের ছবি এখানে দেব !
পনেরো :
ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূল ভীষণ ই সুন্দর ! তার, একদিকে সবুজ উপত্যকা পাহাড়ের ওপরে আর সঙ্গে বিচ আর অন্য দিকে প্রশান্ত মহাসাগর ! আর তার সঙ্গে যদি সূর্যি মামা তার রঙের ছটা নিয়ে উপস্থিত হয়, তাহলে তো আর কথাই নেই !

চোদ্দ :
ক্যালিফর্নিয়ার ট্রেসি নামের একটা ছোট্ট শহরের কাছে ২০১৬-তে আমরা একটা ফার্ম দেখতে গেছিলাম ! সূর্যের কমলা আভা দিয়ে আমরা সেদিনকার মতো ট্যুর শেষ করলাম !

তেরো :
ক্যালিফোর্নিয়ার মতো ভার্জিনিয়াও ভীষণ সুন্দর ! এর পরের ছবিটা রিচমন্ড শহর যা ভার্জিনিয়ার রাজধানী – সেখানে তোলা !

বারো :
আমরা যারা পৃথিবীতে থাকি তারা অধিকাংশ সময়ে এর সম্পদকে ব্যবহার করি – বলা ভালো অপচয় করি ! হয়তো, তার উত্তর প্রকৃতি সূর্যাস্তের রক্ত-রঙে আমাদেরকে জানাতে চায় !

এগারো :
আমার পরের এই ছবিটা আটলান্টিক মহাসাগরে তোলা ! জাহাজে থেকে মহাসমুদ্রের মধ্যে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা মনে রাখার মতো !

দশ :
আমার অন্যতম প্রিয় ছবি হলো আমার শহর কলকাতার ! বিকেলে সূর্যাস্ত দেখার বিশেষ মুহূর্ত প্রিন্সেপ মেমোরিয়ালে !

নয় :
কিছু প্রাকৃতিক সৌন্দর্য এতোই মনকাড়া হয় যে তার জন্য শিল্পী-মানসিকতার দরকার লাগে না ! সেইরকমই এক অসাধারণ সূর্যাস্তের সম্মুখীন হয়েছিলাম ভেনিস বিচ, ক্যালিফোর্নিয়াতে !

আট :
রেনো শহরটা আমার কাছে অত্যন্ত প্রিয় ! এই জন্য নয় যে এটা লেক তাহের খুব কাছে ! এর নিজের অপরূপ পাহাড় আছে, সঙ্গে উপত্যকা ! আর, তার সঙ্গে যেন সূর্যাস্ত হলো আলো-আঁধারি খেলায় মেতে ওঠা কোনো শিল্পীর অনবদ্য সৃষ্টি !

সাত :
আমরা বহু হলিউড সিনেমাতে এই জায়গার নানা ছবি দেখেছি ! কিন্তু, সেদিনকার সূর্যাস্ত দেখে মনে হয়েছে – যাই দেখে থাকি – কোনো কিছুই যেন এই অপরূপ সৌন্দর্যকে তুলে ধরতে পারেনা ! তার একটা প্রচেষ্টা আমি এখানে করতে চেয়েছি ! কতটা সফল হয়েছি, সেটা আপনারাই বলবেন !

ছয় :
ইয়েলোউস্টনের জঙ্গল অত্যন্ত গভীর ! রাতের, অন্ধকারে এক ফোটা আলো ঢুকতে পারেনা ! সেই রকম গভীর জঙ্গলে সূর্যাস্তের কমলা আবার প্রলেপ কিন্তু এক চিলতে পরিবর্তনকে সামনে তুলে ধরে !

পাঁচ :
আমার এই ছবিটা ভীষণ প্রিয় ! তাই, একে আমি আমার প্রথম পাঁচের মধ্যে রেখেছি ! এখানে, “কি-ওয়েস্ট” এর অসামান্য সূর্যাস্তই শুধু ধরা পরে যে তাই নয়, এর সঙ্গে মানুষ ও তার চারপাশের প্রিয় সব-কিছুর বেড়ে ওঠাকেও তুলে ধরেছে !

চার :
লাস-ভেগাস থেকে ফেরার পথে প্রায় ষাট-হাজার ফুট ওপরে তোলা এই ছবি বিমানের মধ্যে থেকে ! মনে হচ্ছে – নিচে সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো রঙিন আবহে আমাদের ঘরে-ফেরাকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে !

তিন :
নিউ-জার্সি এর ওপরে তোলা এই সূর্যাস্ত আমার প্রথম তিনের মধ্যে অবশ্যই থাকবে – কারণটা কি বলার দরকার আছে? 🙂

দুই :
ক্যালিফর্নিয়াতে শহরের কাছে থাকা একটা পার্কে সূর্যাস্তের যে এইরকম রূপ দেখতে পারবো – তা হয়তো স্বপ্নেও ভাবিনি !

এক :
সান-ফ্রান্সিস্কো শহরটা বরাবরই আমার অত্যন্ত পছন্দের ! এই শহরের নিজের একটা ঐতিহ্য আছে ! সবাইকে সহজে আপন করে নেওয়ার মানসিকতা আছে ! কিন্তু, তার সঙ্গে এর নিজস্য একটা সুন্দর রূপ ও আছে ! আর, সূর্যাস্ত? আমার মনে হয়, এখানে একবার শুধু সূর্যাস্ত না দেখে গেলে হয়তো জীবনটাই স্বার্থক হবেনা ! 😀

আপনারা কি বলেন? জানাবেন, আমার এবারের সেরা পনেরো কেমন লাগলো ! এর মধ্যে আপনাদের পছন্দের কোন ছবিগুলো – সেটাও জানাতে ভুলবেন না !

Subscribe বোতাম এ ক্লিক করুন আপনার ইমেইল দিয়ে, ও আরো অনেক ছবির সাথে সংগ্রহের ডালি উপভোগ করুন !