তারকা-খচিত শহর :
গত সাত বছর আমেরিকাতে থাকার সুবাদে আমার বেশ কিছু মার্কিন শহর দেখার সুযোগ হয়েছে ! সেই সময়ে আমি বেশ কিছু ছবি তুলি ! আমার সেই সংগ্রহ থেকে সেরা পনেরোটি ছবি এখানে তুলে ধরার চেষ্টা করছি !

এবারে, শুরু করা যাক ! 😃

পনেরো :
সান-ফ্রান্সিস্কো শহর আমার অত্যন্ত প্রিয় ! এর, অন্যতম পরিচয় হলো – এখানে লোকজন বড়ো স্বাস্থ্য সচেতন ! এই, স্টেডিয়াম হয়তো তাকেই প্রতিস্থাপিত করে !

চোদ্দ :
ওয়াশিংটন-ডিসি এমন এক শহর যেখানে ঐতিহাসিক বহু প্রতিষ্ঠান আছে ! শুধু তাই নয়, এদেরকে অত্যন্ত যত্ন সহযোগে পরিচর্চা করা হয় !

তেরো :
এই “ক্র্যাস্টলর”-বাড়িটি এক সময়ে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু আবাসিক হিসাবে পরিচিত ছিল ! অবশেষে, তার এই উচ্চতাকে ছাড়িয়ে নতুন সংযোজন হয় ওই এক ই শহরে !

বারো :
আমার পরের এই ছবি হলো সেই বিখ্যাত বাড়ি, যে সেই বিখ্যাত “ক্রাইস্টলার” বাড়ির উচ্চতা চাপিয়ে পৃথিবীর উচ্চতম বাড়ির খেতাব অর্জন করে ! এই হলো সেই বিখ্যাত “এম্পায়ার স্টেট” বাড়ি – যা এক সময়ের বহু চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে নিজেকে প্রতিস্থাপিত করে !

এগারো :
এক সময়ের তারাখচিত লাস্যময়ী শহর রেনো হলো আমার পরের ছবিটি ! সময়ের সঙ্গে আজ তার গুরুত্ব ও জৌলুস সে হারিয়ে ফেলে ভেগাসের কাছে !

দশ :
আমার পরের ছবিটা হলো লস-এঞ্জেলেস এর ! এই, সেই বিখ্যাত শহর যা গোটা বিশ্বকে নতুন রঙিন স্বপ্নে ভাসতে সাহায্য করে “হলিউড” -এর দৌলতে !

নয় :
যদিও, আমার শার্লট-এ থাকার অভিজ্ঞতা খুব না থাকলেও – এই শহর কিন্তু খুব অল্প সময়ে আমার মনে দাগ কেটে যায় !

আট :
লোকে বলে – ভেগাসে যা হয়, সেখানে রেখেই আসতে হয় ! একে নিন্দুকেরা – “সিন্ সিটি” ও বলে থাকেন ! মরুভূমির ওপর এইরকম আলোর রোশনাই ও ফোয়ারা নিয়ে এইরকম একটি শহর তৈরী করা কোনো বড়ো শিল্প-কর্মের থেকে কম নয় !

সাত :
নিউ-জার্সি এর বুকে রাতের আলোয় নিউ-ইয়র্ক কে দেখা অসাধারণ এক অভিজ্ঞতা !

ছয় :
নিউ-ইয়র্ক কে দেখা অসুম্পূর্ণ হবে যদি না তাকে সমুদ্রের বুকে দূর থেকে উপভোগ না করা হয় !

পাঁচ :
শীতের সকালে সান-ফ্রান্সিস্কো দেখার অভিজ্ঞতা কিন্তু ভীষণ সুন্দর ! তার, আলো-আঁধারি কুয়াশা ভরা শহর কিন্তু সত্যি মন কারে !

চার :
বাল্টিমোর যদি কেও একবার ঘুরে আসে, সারা জীবন সেই অসাধারণ স্মৃতি থেকে যায় !

তিন :
আমি নিউ-ইয়র্ক এর বেশ কয়েকটা ছবি আমার এইবারের প্রতিবেদন এ রেখেছি ! তার কারণ আমার এই ছবিটাই প্রমান করবে !

দুই :
নিউ-ইয়র্ককে যদি পূর্বের রানী বলে, সান-ফ্রান্সিস্কো নিঃসন্দেহে পশ্চিমের সেই তকমাকে ধরে থাকে !

প্রথম :
আমার সেরা ছবিটা আবার নিউ-ইয়র্ক এর আরো এক ছবি ! সন্ধের আকাশে এইরকম শহরকে দেখার অভিজ্ঞতা কিন্তু ভোলার নয় ! 😃

আমার যদিও এই ছবিতে বেশ কয়েকটা শহরের একটার বেশি ছবি আছে ! এই তালিকা অবশ্যই পরিবর্তন হতে থাকবে যত আরো অন্য শহর আমার ঘোরার তালিকায় জুড়বে !  ততদিন, আপনারা আমার এই তালিকার মধ্যে কোনগুলো সব থেকে বেশি পছন্দের – অবশ্যই জানাবেন !

Subscribe বোতাম এ ক্লিক করুন আপনার ইমেইল দিয়ে, ও আরো অনেক ছবির সাথে সংগ্রহের ডালি উপভোগ করুন !