কৌতহুলী মানুষ :
এবারে আমার পছন্দের 15-টি ছবি রাখবো বিভিন্ন সময়ে মানুষের অভিব্যাক্তি নিয়ে ! যেখানে, জন্মদিনের বিশেষ মুহূর্ত থেকে ঘুরতে যাওয়ার অনুভূতি – সব ই ধরা পরবে ! তাহলে আর দেরি কেন – শুরু হয়ে যাক !
পনেরো :
ক্যালিফোর্নিয়াতে এসে প্রথম কাছে কোথাও ঘুরতে যাওয়া ! সান ফ্রান্সিস্কো এর কাছে প্রশান্ত মহাসাগরের পারে বিকেলের শান্ত আবহাওয়ার মধ্যে ঘোরার এক মুহূর্ত !

চোদ্দ :
ভির্জিনিয়াতে থাকার সময় বসন্তকালে সুন্দর রোদ এর সঙ্গে আমার নতুন কেনা লাইট নিয়ে মাথায় ঘুরপাক খাওয়া চিন্তাভাবনা নিয়ে এই পরের ছবিটা তোলা হয়েছিল ! ওয়াই-ফাই দিয়ে চলা আমার ফ্ল্যাশ ও লাইট দিয়ে দিনের আলোর সাথে মিশিয়ে এই ছবিটা তোলা হয় !

তেরো :
ক্যালিফোর্নিয়াতে আসার পরে প্রথম সানিভেল এ আয়োজিত দূর্গা পুজো উপলক্ষে ফ্যাশন প্যারেডে অংশগ্রহণ করি ! সেখানে, অত্যন্ত শান্ত এই মেয়েটির মা আমায় অনুরোধ করলে তার একটি ছবি আমি তুলি !

বারো :
ফ্রীমন্ট শহরে জন্মদিনের অনুষ্ঠানে আমার মডেল এর উৎসুক ভরা চোখের সঙ্গে আনন্দের আবেগে ভেসে যাওয়ার একটি বিশেষ মুহূর্ত !

এগারো :
ভারত থেকে ঘুরতে এসে সান-ফ্রান্সিস্কো দেখার মজা আর অনুভুতিটা সম্পূর্ণ আলাদা ! সেটাই মনে হয় এই ছবিটিতে ধরা পড়েছে !

দশ :
সিলিকন ভ্যালিতে থাকা কালীন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ছবি তোলার সুযোগ পেয়েছিলাম ! তার মধ্যে অন্যতম পছন্দের এই ছবিটাকে আমি আমার পছন্দের তালিকায় দশ নম্বর এ রাখতে চাই ! এতো কম আলোয় যেভাবে ছবিটা উঠে এসেছে, সেটা আমার খুব ই পছন্দের !

নয় :
কলকাতার বুকে ছুটিতে ঘুরতে গিয়ে পুরোনো লোকজনের সাথে ছবি তোলার মজাই আলাদা ! তার ওপর যদি, এটা বিশেষ জায়গায় হয়তো !

আট :
আমার সব থেকে কঠিন ছবি তোলা হলো এটি ! সঙ্গে, আমার ভীষণ প্রিয় ও বটে ! প্রায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ওর সঙ্গে খেলার পর এই বিশেষ মুহূর্তটা আমায় অর্জন করতে হয়েছে !

সাত :
2019-এর ডিসেম্বর মাসে তোলা এই ছবিটা পান্ডেমিক এর আগের শেষ লোকজনের ঘোরার মুহূর্ত টাকে তুলে ধরে, যখন ভালো ছবি তুলতে গেলে হাথে গ্লাভস আর মুখে মাস্ক পড়তে হতো না !

ছয় :
2016-তে দূর্গা পুজোর অনুষ্ঠানে তোলা এই ছবিটি আমার বেশ প্রিয় ! দুর্গাপুজোতে বাঙালির যে আবেগ ও আনন্দ থাকে, সেটাই এখানে উঠে এসেছে !

পাঁচ :
প্রথম পাঁচের মধ্যে অবশ্যই আমি এই ছবিটা রাখবো ! অনেক গুলো কারণে ! প্রথমে, ওই দিন আমার তোলার কথাই ছিল না ! হঠাৎ, মাথায় আইডিয়াটা আসার সঙ্গে-সঙ্গে অন্যের হাত থেকে ক্যামেরাটা নিয়ে চটপট ছবিটা তুলে ফেললাম !

চার :
ট্রেন এ ঘোরাটা আমার কাছে ভীষণ ই এডভেঞ্চার লাগে ! তার অবশ্য কারণ হলো ছোটবেলায় দেখা – “সোনার কেল্লা” ছবি দেখে ! আর, সেই সঙ্গে যদি দেখি – একটা অত্যন্ত পছন্দের ফ্রেম, তাহলে কেন নয় ?

তিন :
এই ছবিটা অনেক গুলো কারণে আমার ভীষণ প্রিয় ও প্রথম তিন এ রাখছি ! ঘুরতে যাওয়ার যে অমায়িক আনন্দ সেটা খুবই পাওয়া যায়, তার ওপরে যদি জায়গাটা হয় মিয়ামি ! বলার আর কিছু বাকি রাখে কি? 🙂

দুই :
বাধনহারা ঘোরা আর প্রচুর মজা – এই নিয়ে আমেরিকাতে আমার প্রথম অভিযান শুরু হয়েছিল ! আর, সেটা কয়েকশো গুন্ বেড়ে যায় যদি সেটা আবার জাহাজ ভ্রমণ হয় ! কি? তাই না?

এক :
আমার সব থেকে প্রিয় ছবি হলো রূপঙ্কর এর পারফরমেন্স সান-ফ্রান্সিস্কো তে ! এতো কম আলোয় সেটাকে ভালো করে তুলে ধরার মধ্যে যেমন একটা লড়াইয়ের পরীক্ষা থাকে, আর সেটা ঠিক মতো হলে তার আনন্দ থাকে !

আমাকে জানাবেন – আপনাদের কেমন লাগলো?

Subscribe বোতাম এ ক্লিক করুন আপনার ইমেইল দিয়ে, ও আরো অনেক ছবির সাথে সংগ্রহের ডালি উপভোগ করুন !